Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে আটঘরিয়া পৌরসভা

পাবনা জেলাধীন আটঘরিয়া উপজেলার অর্ন্তভূক্ত চাঁদভা এবং দেবোত্তর ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে গত ২০/০৭/২০০৬ইং তারিখে আটঘরিয়া পৌরসভা গঠিত হয়। আটঘরিয়া পৌরসভার আয়তন ১০.৫০ বর্গ কিঃ মিঃ। লোকসংখ্যা ১৬৪১২জন (আদশ শুমারী ২০০১ অনুসারে), ওয়ার্ড সংখ্যা ৯টি, হোল্ডিং সংখ্যা৩২০৭টি, হাটবাজার ২টি, মহাবিদ্যালয় ৩টি, উচ্চ বিদ্যালয় ৪টি, সরকারী প্রাথমিকবিদ্যালয় ৩টি, মাদ্রাসা ২টি, পাকা রাস্তা ২১ কিঃমিঃ, আধাপাকা রাস্তা ১০ কিঃমিঃ,কাঁচা রাস্তা ২৮ কিঃমিঃ। পৌরসভা একটি সেবামূলক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।রাস্তাঘাট, বাজার, পৌরসভার বিভিন্ন মহল্লা পরিষ্কার পরিচ্ছন্নকরণ, পৌরসভার বিভিন্নরাস্তা আলোকিত করণ, জলাতঙ্ক রোগের প্রতিষেধক, বেওয়ারিশ কুকুর নিধন, সুনির্দিষ্টঅভিযোগের ভিত্তিতে শালিস বোর্ডের মাধ্যমে অমীমাংসিত বিষয় মীমাংসা করা, পৌরসভারসীমানার মধ্যে নতুন রাস্তা, ড্রেন, ব্রীজ, কালভার্ট, পয়ঃনিস্কাশন ব্যবস্থা ইত্যাদিনির্মান, পূনঃনির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা, মা ও শিশুদের টিকাদান কর্মসূচী ও পোলিও খাওয়ানো,বৃক্ষরোপন, অস্বচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত স্যানেটারীল্যাট্রিন প্রদান। পাবলিক টয়লেট স্থাপন, গোরস্থান ও শ্মশ্মান রক্ষনাবেক্ষণ করা,পার্ক ও উদ্যান নির্মাণ।